ফাহিম সালেহ’র জানাজা ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২০শে জুলাই ২০২০ ০৯:৫৩ পূর্বাহ্ন
ফাহিম সালেহ’র জানাজা ও দাফন সম্পন্ন

মোবাইলভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপস ‘পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় রবিবার দুপুরে ‘মিট হাডসন নুর ইসলামিক সিমেট্রি’তে সমাহিত হন এ তরুণ উদ্যোক্তা।জানায়ায় ফাহিমের পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন কাছের বন্ধু ও প্রতিবেশিরা। মঙ্গলবার নিউইয়র্কে নিজ ফ্ল্যাট থেকে, রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের অন্যতম উদ্যোক্তা ফাহিমের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ৯০ হাজার ডলার চুরির দায়ে চাকুরিচ্যুত ব্যক্তিগত সহকারী টাইরিসি ডেভন হাসপিল তাকে হত্যা করেছে। শুক্রবার ডেভনকে গ্রেফতারের পর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে পুলিশ।তদন্তে জানানো হয়, খুনের পরেও ফাহিমের ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করে হত্যাকারী। তবে তার আইনজীবীর বক্তব্য টাইরিস নিদোর্ষ হওয়ার কারণেই পুলিশের আত্মসমর্পণ করেছে।