প্রকাশ: ২০ জুলাই ২০২০, ১৫:৪২
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু মানুষের সংখ্যা বেড়েই চলছে। প্রতিনিয়ত হাজারো মানুষ আক্রান্ত হচ্ছেন প্রাণসংহারি এই ভাইরাসে। এছাড়া মৃত্যুর সারিও লম্বা হচ্ছে প্রতিনিয়ত। চীনের উহান থেকে শুরু হওয়া ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে।
এছাড়া আক্রান্ত হয়েছেন বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষ।করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৮১৯ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৮ হাজার ৯০২ জন। সুস্থ হয়েছেন ৮৭ লাখ ৩৫ হাজার ১৫৮ জন।