জিলকদ মাসের ২৯তম দিনে আগামী মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে সউদী আরব। সেই অনুযায়ি, আগামী ২২ জুলাই জিলহজ মাস শুরু হওয়ার পর মক্কার সন্নিকটে আরাফাত ময়দানে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৩০ জুলাই থেকে।গালফ নিউজজিলহজের চাঁদ খালি চোখে বা টেলিস্কোপে দেখার পর তা স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে সউদী নাগরিকদের। প্রতিবছর আরবি ১২তম মাস জিলহজ মাসেই হজের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়।
সউদী আরবের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকদের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া মাত্রই তা কাছের আদালত বা প্রশাসনিক কেন্দ্রে জানাতে বলা হয়েছে, যেন হজের আনুষ্ঠানিকতা শুরু করা যায়। জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী ২২ জুলাই জিলহজ ও ৩০ জুলাই হজ শুরু হওয়ার কথা।
হজ ইসলামের পঞ্চম স্তম্ভ হলেও কোভিডের কারণে এবার সউদী আরবে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে ১০ হাজার জনকে নিয়ে প্রতীকি হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাভাবিক সময়ে হজে অন্তত সারাবিশ্ব থেকে ২৫ লাখ মানুষ অংশ নেয়।সউদী আরবে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের ৭০ ও দেশটির নাগরিকদের ৩০ শতাংশ এবার হজে শারীরিক দূরত্ব বজায় রেখে হজের সুযোগ পাচ্ছেন
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।