যুক্তরাষ্ট্রের করোনা টিকা প্রথম ট্রায়ালে কার্যকর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১৬:৫৯

শেয়ার করুনঃ
যুক্তরাষ্ট্রের করোনা টিকা প্রথম ট্রায়ালে কার্যকর
করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন (mRNA-1237) তৈরি করছে যুক্তরাষ্ট্রের মডার্না কোম্পানি।  দেশটির সরকারের সহায়তায় এই ভ্যাকসিন তৈরি করে। জুলাইয়ের ২৭ তারিখ শুরু হবে চূড়ান্ত অর্থাৎ তৃতীয় ধাপের ট্রায়াল।মডার্নার তৈরি ভ্যাকসিন প্রথম ধাপের ট্রায়ালে অংশগ্রহণকারী সবার শরীরে ‘নিরাপদ’ এবং ‘কার্যকর অ্যান্টিবডি’ তৈরি করেছে বলে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে দাবি করা হয়েছে।

মঙ্গলবার মডার্না বিবৃতিতে জানিয়েছে, যদি সব এভাবে চলতে থাকে তাহলে তারা প্রতি বছর ৫০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হবে। ২০২১ সালের জানুয়ারি থেকে এটি শুরু হতে পারে।মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, এই টিকাটির ডেটা যুক্তরাষ্ট্রের প্রথম করোনো প্রতিরোধী টিকা হিসেবে কোনো পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হতে যাচ্ছে।

যেকোনো গবেষণার জন্য পিয়ার রিভিউড (স্কলারলি বা রেফারিড) জার্নাল খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এখানে বিশেষজ্ঞদের যেসব আর্টিকেল প্রকাশ করা হয়, তা প্রকাশিত হওয়ার আগে এই বিষয়ের একাধিক বিশেষজ্ঞ (রেফারি হিসেবে যারা কাজ করেন) বার বার পরীক্ষা নিরীক্ষা করেন। সংশ্লিষ্ট বিষয়ে এ ধরনের জার্নালে প্রকাশিত আর্টিকেলকে ‘সর্বোচ্চ’ মানের ধরা হয়।গত মাস থেকেই এই টিকাটির ব্যাপারে যুক্তরাষ্ট্রের গবেষকেরা ‘ইতিবাচক তথ্য’ দিতে থাকেন। কিন্তু কোনো জার্নালে এই প্রথম ডেটা প্রকাশ করা হলো।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif
মডার্না জানিয়েছে, প্রথম ধাপের ফলাফল বিশ্লেষণ করে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ডোজ নির্ধারণ করা হচ্ছে।একটি ভ্যাকসিনের ট্রায়ালে সাধারণত তিনটি ধাপ থাকে। প্রথম ধাপে অল্প মানুষকে যুক্ত করা হয়। দ্বিতীয় এবং তৃতীয় ধাপে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়ানো হয়।মডার্না তাদের প্রথম ধাপে ৪৫ জনকে অন্তর্ভুক্ত করেছিল, যাদের বয়স ছিল ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। দ্বিতীয় ধাপও শেষের পথে । তৃতীয় ধাপে থাকবে ৩০ হাজার মানুষ, তাদের শরীরে ভ্যাকসিনটি শতভাগ নিরাপদ থাকবে কি না, এখন সেটি দেখা হবে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

গাজার খুব কাছে ফ্লোটিলা, আটকে প্রস্তুত ইসরায়েল !

গাজার খুব কাছে ফ্লোটিলা, আটকে প্রস্তুত ইসরায়েল !

মানবিক সহায়তা নিয়ে গাজার দিকে এগিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ বর্তমানে উপত্যকা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বুধবার (১ অক্টোবর) সকালে ফ্লোটিলার কর্মীরা তাদের অবস্থান ও ত্রাণ সরবরাহের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইতোমধ্যে ইসরায়েলি নৌবাহিনী এই নৌবহরকে জোরপূর্বক আটক করার প্রস্তুতি নিচ্ছে। ফ্লোটিলার নেতাদের কাছে বার্তা পাঠানো হয়েছে যে, তারা গাজা উপকূলে পৌঁছাতে পারবে না। তবে ফ্লোটিলার কর্মীরা সরাসরি গাজায়

ট্রাম্প-কিম বৈঠক: যুক্তরাষ্ট্রের ‘নিঃশর্ত’ সংলাপের প্রস্তুতি

ট্রাম্প-কিম বৈঠক: যুক্তরাষ্ট্রের ‘নিঃশর্ত’ সংলাপের প্রস্তুতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ‘নিঃশর্ত’ আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বুধবার (১ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থাকে জানান, ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তিনটি বৈঠক করেছিলেন, যা কোরিয়ার উপদ্বীপে স্থিতিশীলতা আনে। কর্মকর্তার মতে, “এবারের বৈঠকে যুক্তরাষ্ট্র কোনো পূর্বশর্ত রাখছে না। ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে জানিয়েছে, দুই দেশের সংলাপ

যুক্তরাষ্ট্রে বাজেট অচলাবস্থায় শাটডাউন শুরু

যুক্তরাষ্ট্রে বাজেট অচলাবস্থায় শাটডাউন শুরু

যুক্তরাষ্ট্রে বাজেট সংক্রান্ত রাজনৈতিক অচলাবস্থার কারণে সরকারি ব্যয় সংক্রান্ত বিল অনুমোদন না হওয়ায় বুধবার (১ অক্টোবর) থেকে দেশটির কেন্দ্রীয় সরকারের কার্যক্রমে শাটডাউন শুরু হয়েছে। নতুন অর্থবছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চলতি অর্থবছরের বরাদ্দ তহবিলের মেয়াদ শেষ হওয়ায় এবং সিনেটে নতুন বাজেট বিল নিয়ে একমত না হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সিনেটের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা শেষ মুহূর্তে সাময়িক তহবিল পাস করানোর

রোহিঙ্গাদের জন্য ৯৬ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

রোহিঙ্গাদের জন্য ৯৬ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

জাতিসংঘের প্রথম উচ্চ পর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য ৯৬ মিলিয়ন ডলারের নতুন সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলার অনুদান হিসেবে ঘোষণা করেছে। এই তথ্য প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বুধবার দিবাগত রাতে ফেসবুকে শেয়ার করেন। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও

ফিলিপাইনের সেবু দ্বীপে ৬.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৬০

ফিলিপাইনের সেবু দ্বীপে ৬.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৬০

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে সেবু দ্বীপ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। এতে দ্বীপটির বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ এখনও চলমান এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে বোগো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত