প্রকাশ: ৮ জুলাই ২০২০, ২২:৩৯
দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ উত্তর মেসিডোনিয়া সীমান্তে একটি ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশিসহ ২১১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দক্ষিণাঞ্চলের গ্রিস সীমান্তের একটি আঞ্চলিক রোডে নিয়মিত টহলের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মেসিডোনিয়া পুলিশ। খবর আল জাজিরার।
তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি। আটক অবৈধ অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তাদের গ্রিসে পাঠানোর পরিকল্পনা চলছে।এর আগে ২২ জুন উত্তর মেসিডোনিয়ায় একটি ট্রাকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে পাওয়ার পর আটক করে দেশটির পুলিশ।