চিলির স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৪ই জুন ২০২০ ১২:১৪ অপরাহ্ন
চিলির স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায়

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে চিলির স্বাস্থ্যমন্ত্রী জেইমি মানালিচকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। তার অভিযোগ, চিলির নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার ‘কঠিন ও মহৎ দায়িত্ব’ পালনের কোনও চেষ্টাই করেননি জেইমি মানালিচ।

চিলিতে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে বেশ কিছুদিন থেকে ব্যাপক সমালোচনার মুখে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মানালিচ। তার মন্ত্রণালয়েরই বেশ কয়েকজন কর্মকর্তা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এছাড়া, দেশটিতে করোনা সংক্রমণের বিস্তারিত তথ্যপ্রকাশে অনীহা এবং আরও আগে লকডাউনের মতো কড়াকড়ি আরোপ না করায় মন্ত্রীর বিরুদ্ধে লাগাতার অভিযোগ উঠছিল।

সমালোচনার মুখে শেষ পর্যন্ত তাকে বরখাস্তই করলেন প্রেসিডেন্ট।লাতিন আমেরিকার দেশ চিলিতে শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৬৭ হাজার ৩৫৫ জন, মারা গেছেন ৩ হাজার ১০১ জন।