প্রকাশ: ৮ জুন ২০২০, ২৩:৩১
কানে হেডফোন দিয়ে গান শুনছিল ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালের রামনগর এলাকার কিশোরী মমতা। এ কারণে চিতাবাঘ আসার শব্দ শুনতে পায়নি সে। তাই আচমকা আক্রমণ করে ওই কিশোরীকে জঙ্গলে টেনে নিয়ে যায় চিতাবাঘ। গত শনিবার চিতাবাঘের থাবায় মমতার মৃত্যু হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস।
জানা গেছে, বেইলপাড়ায় ফরেস্ট রেঞ্জে নিজের বাড়ির কাছেই একটি জলাশয়ের তীরে বসে কানে হেডফোন দিয়ে গান শুনছিল অষ্টম শ্রেণির ছাত্রী মমতা। হঠাৎ তার উপর হামলা চালায় একটি বিরাট চিতাবাঘ। ওই কিশোরীকে টানতে টানতে জঙ্গলের ভেতরে নিয়ে যায় বাঘটি। গতকাল রোববার বন অধিদপ্তরে কর্মকর্তারা জানিয়েছেন, একটি ঝোপের ধার থেকে মেয়েটির দেহাংশ উদ্ধার করা হয়েছে।