বর্ণবাদ এবং পুলিশি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছেন মার্কিন জনতা। বিক্ষোভে অংশ নেয়া এই মার্কিন জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেছেন জাতিসংঘের কর্মীরা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি টুইটার পোস্টে এ কথা বলেছেন।জাতিসংঘের মহাসচিব টুইটার পোস্টে লিখেছেন, 'বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা জাতিসংঘের কাজের একটি মূল বিষয়।'
তিনি পোস্টে লিখেন, 'বর্ণবাদ যদি সর্বত্র বিদ্যমান থাকে তবে এটি জাতিসংঘের মধ্যে্ও বিদ্যমান।'জাতিসংঘ প্রধান আরো লিখেছেন, 'ক্ষতিগ্রস্থদের সাথে সংহতি প্রকাশ ও উদ্বেগ প্রকাশ করতে গতকাল একত্রিত হয় জাতিসংঘের কর্মীরা।'তিনি বলেন, আমাদের অবশ্যই আত্মপরিচয়, সততা এবং কাজ নিয়ে এগিয়ে যেতে হবে।
সম্প্রতি জর্জ ফ্লয়েড নামে একজন আফ্রিকান-আমেরিকান যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে পুলিশের হাতে নিহত হন।এ মৃত্যুর ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তারের সময় একজন পুলিশ কর্মকর্তা তার ঘাড়ে হাঁটু গেড়ে তাকে হত্যা করেন।এ ঘটনার সাথে জড়িত সকল পুলিশ কর্মকর্তাকে ২৬ মে বরখাস্ত করা হয়। ২৯ মে পুলিশ সদস্য ডেরেক চৌভিনকে এ হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।