প্রকাশ: ২৩ মে ২০২০, ০:৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি প্রতিরোধের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত করার রোডম্যাপ তুলে ধরেছেন। ফিলিস্তিনি সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্যা লিবারেশন অব প্যালেস্টাইন বা পিএফএলপি'র উপ-মহাসচিব আবু আহমাদ ফুয়াদ এ কথা বলেছেন।
প্রসঙ্গত, আয়াতুল্লাহিল উজমা খামেনি গতকাল বিশ্ব কুদস দিবস উপলক্ষে একটি বাণী দিয়েছেন। সেখানে তিনি বলেন, ফিলিস্তিন মুক্ত করার সংগ্রাম আল্লাহর রাস্তায় জিহাদ করার সমতুল্য এবং একটি অবশ্যপালনীয় কর্তব্য। সূত্র: পার্স টুডে