ফ্লাইট চালু করার সিদ্ধান্ত এমিরেটস এয়ারলাইন্সের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৩ই মে ২০২০ ১১:১৯ অপরাহ্ন
 ফ্লাইট চালু করার সিদ্ধান্ত এমিরেটস এয়ারলাইন্সের

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে ফ্লাইট বন্ধ রেখেছে বিভিন্ন এয়ারলাইন্স প্রতিষ্ঠান। এবার ৯টি রুটে ফের ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস এয়ারলাইন্স।

বুধবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, আগামী ২১ মে থেকে লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস, মিলান, মাদ্রিদ, শিকাগো, টরন্টো, সিডনি ও মেলবোর্নে নির্ধারিত শিডিউলে ফ্লাইট চালু করবে তারা। এছাড়া, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার যাত্রীদের জন্য দুবাই সংযোগ দেয়ারও প্রস্তাব দিয়েছে এমিরেটস কর্তৃপক্ষ।

সূত্র- আল জাজিরা