খুলে দেয়া হলো ইরানের সব মসজিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১২ই মে ২০২০ ১২:৩৭ অপরাহ্ন
খুলে দেয়া হলো ইরানের সব মসজিদ

চীনের উহান থেকে ছড়ানো প্রাণঘাতী ভাইরাস করোনার প্রাদুর্ভাব রোধে আরোপ করা কঠোর বিধিনিষেধ আরও শিথিল করছে ইরান। এরই অংশ হিসেবে দুই মাস বন্ধ থাকার পর ইবাদতের জন্য দেশটির সব মসজিদ আজ মঙ্গলবার থেকে খুলে দেয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি এই তথ্য জানিয়েছেন।যদিও ইরানের বেশ কিছু অঞ্চলে ফের করোনার ভাইরাসের সংক্রমণ বেড়েছে। এরপরেও সার্বিক দিক বিবেচনা করে ইরান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এর আগে করোনার প্রকোপ কম এমন স্থানে মসজিদ খোলার অনুমতি দেয় ইরান সরকার। এছাড়া গত শুক্রবার প্রায় দুই মাস বন্ধ থাকার পর ইরানের ১৮০ শহরে জুমার নামাজের অনুমতি দেয় দেশটির প্রশাসন। আগামী সপ্তাহ থেকে ইরানের স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে শুরু হওয়া প্রাণঘাতী ভাইরাস করোনা এখনো বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে। শুরুর দিকে ইরানে ভয়াবহ আকার ধারণ করে অচেনা এই ভাইরাসটি। আস্তে আস্তে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসছে। আজ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ২৮৬ জন। তাদের মধ্যে ৬ হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে।

ইনিউজ ৭১/ জি.হা