প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ২৩:২১
করোনাভাইরাস ছড়ানোর জন্য মুসলমানদের উপরে দোষ না চাপাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও। বৃহস্পতিবার পবিত্র রমজান উপলক্ষে দেয়া শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান জানান।
রমজান হলো সব ধর্মবিশ্বাসী মানুষের জন্য সহমর্মিতাকে এগিয়ে নেয়া, নিজেদের কার্যকলাপের ভালোমন্দ খতিয়ে দেখা এবং কষ্টের সময়ে সবার নিরাপদে থাকা নিশ্চিত করার বিষয়গুলো মনে করিয়ে দেয়ার একটি উপলক্ষ।’
তিনি বলেন, ‘সাধারণ পরিস্থিতিতে বিশ্বজুড়ে আমাদের অনেক দূতাবাস এবং কনস্যুলেট রমজানের শান্তি ও বন্ধুত্বের মূল্যবোধ উদযাপন করতে ইফতারের আয়োজন করে। এ বছর তারা সৃজনশীল কোন পদ্ধতিতে তা করবে যা আমাদের অভিন্ন মানবতা এবং দেশেবিদেশে ধর্মীয় স্বাধীনতা ও অন্তর্ভুক্তির প্রতি অঙ্গীকার তুলে ধরা অব্যাহত রাখবে। আমি আবারও আশা প্রকাশ করছি যেন বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মানুষ মঙ্গলময় ও শান্তিপূর্ণভাবে রমজান উদযাপন করতে পারেন।’ সূত্র: ডন।