প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ১৭:৩৭
জাপানের নাগাসাকি বন্দরে নোঙ্গর করা ইতালিয়ান প্রমোদতরি কোস্টা আটলান্টিকার আরও ৫৭ ক্রুর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে জাহাজটির অন্তত ১৫০ আরোহী করোনায় আক্রান্ত হলেন।শনিবার জাপানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএইচকে জানিয়েছে, জাহাজটিতে ৬২৩ জন ক্রু রয়েছেন। তাদের সবার শারীরিক পরীক্ষা শেষ হয়েছে।
এদের মধ্যে নতুন করে ৫৭ জনের ফলাফল পজিটিভ এসেছে।স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, নাগাসাকির হাসপাতালগুলো করোনা মহামারির কারণে এমনিতেই শয্যা সংকটে ভুগছে। এর মধ্যে নতুন ক্লাস্টার হিসেবে হাজির হয়েছে কোস্টা আটলান্টিকা। যদিও এ পর্যন্ত জাহাজটির মাত্র একজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েচে। বাকিদের উপসর্গ গুরুতর নয় বা উপসগহীন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ইনিউজ ৭১/ জি.হা