ইরানের জাহাজ গুঁড়িয়ে দেয়ার নির্দেশ ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৪শে এপ্রিল ২০২০ ০৩:৩৭ অপরাহ্ন
ইরানের জাহাজ গুঁড়িয়ে দেয়ার নির্দেশ ট্রাম্পের

ভূমধ্যসাগরে টহলরত যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে কোনো ধরনের হয়রানি করলে ইরানের নৌবাহিনীর জাহাজকে গুঁড়িয়ে দিতে নিজ দেশের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার একই টুইটবার্তায় এ নির্দেশ দেন ট্রাম্প। তিনি টুইটারে লিখেছেন– 'সাগরে যদি আমাদের জাহাজগুলোকে জ্বালাতন করে, তা হলে ইরানের সব গানবোট গুলি করে গুঁড়িয়ে দিতে আমি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই গত সপ্তাহে ভূমধ্যসাগরে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ‘উসকানিমূলক’ আচরণ দেখিয়েছে বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়। তাদের অভিযোগ, ইরানের ১১টি জাহাজ যুক্তরাষ্ট্রের নেভি ও কোস্টগার্ডের বেশ কয়েকটি যুদ্ধজাহাজের দিকে তেড়ে এসে খুব কাছাকাছি অবস্থান নেয়।

এর পর ট্রাম্পের এমন হুশিয়ারির যুক্তিকতা তুলে ধরে সাফাই গেয়েছে পেন্টাগন। উপপ্রতিরক্ষামন্ত্রী ডেভিড নর্কুইস্ট বলেছেন, ইরানের প্রতি প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ সতর্কতা বার্তা দিয়েছেন। জয়েন্ট চিফ অব স্টাফের ভাইস চেয়ারম্যান জেনারেল হেইটেন বলেছেন, শীর্ষ কমান্ড থেকে পাওয়া আইনি নির্দেশ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রয়োগ করবে। ইরানের প্রতি এটা পরিষ্কার বার্তা, নিজেদের সীমা যেন তারা লঙ্ঘন না করে। অন্যথায় এর যথোপযুক্ত জবাব দেয়া হবে।

‘জবাব দিতে এর চেয়ে বেশি নির্দেশনার দরকার আমাদের নেই। আমি মনে করি, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বার্তা একেবারে পরিষ্কার। আমাদের এর বেশি কিছুর দরকার নেই’ যোগ করেন হেইটেন।

আইআরজিসি গত রোববার একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে- ইরানের সামরিক বোট থেকে মার্কিন যুদ্ধজাহাজকে সতর্ক করা হচ্ছে। মার্কিন ওই জাহাজটি ইরানি পানিসীমার দিকে এগিয়ে যাচ্ছিল। ভিডিওতে দেখা যায়, আইআরজিসির একজন কর্মকর্তা মার্কিন জাহাজকে ওই এলাকায় ইরানি জেলেদের মাছধরা জাহাজে তল্লাশি চালানো কিংবা ইরানি নাগরিকদের আটক করার প্রচেষ্টা বন্ধের জন্য সতর্ক করছেন।

আইআরজিসি ওই কর্মকর্তা আরও হুশিয়ারি উচ্চারণ করেন যে, মার্কিন সেনারা যদি ইরানের এ নির্দেশনা অমান্য করে তা হলে তাদের ইরানের আইন অনুসারে পরিণতি ভোগ করতে হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব