বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪ হাজার ১৬৭ জন, কমছে মৃত্যুর হার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২০শে এপ্রিল ২০২০ ১২:৪৩ পূর্বাহ্ন
বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪ হাজার ১৬৭ জন, কমছে মৃত্যুর হার

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় মৃতের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে্। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৬৭ জনের। গত কয়েকদিনের চেয়ে মৃতের সংখ্যা কম হওয়াকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বিশ্লেষকরা। তবে করোনা আক্রান্তে রোগীর সংখ্যা বাড়ছেই । এতে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৮ হাজার ৪০২ জন, মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ১৯৪ জন।

রোববার (১৯ এপ্রিল) রাত ১২ টায় করোনা মহামারির আন্তর্জতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারে আক্রান্ত ও মৃতের এ পরিসংখ্যান পাওয়া গেছে। এতে উল্লেখ করা হয়েছে আক্রান্তদের মধ্যে চিকিৎসার পর সুস্থ হয়েছেন ৬ লাখ ১৩ হাজার ৪৪৩ জন। চিকিৎসাধীন রয়েছে ১৬ লাখ ৯ হাজার ৮৬৫ জন। এদের মধ্যে সঙ্কটাপন্ন রোগীর সংখ্যা ৫৪ হাজার ২৫৭ জন।

বিশ্বে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে মোট ৭ লাখ ৫৫ হাজার ১৬২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪০ হাজার ১০৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১৯৫ জন।

আক্রান্তের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। সেখানে মোট ১ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৫৩ জনের। তবে মৃত্যুর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে স্পেন, ২৪ ঘণ্টা মারা ৪১০ জন।প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি। সেখানে মোট ১ লাখ ৭৮ হাজার ৯৭২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৩ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘণ্টা মৃত্যু হয়েছে ৪৩৩ জনের।

ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৫৭৮ জন, মারা গেছে ১৯ হাজার ৭১৮ জন। জার্মানিতে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৪৪ হাজার ৩৮৭ জন, মৃতের সংখ্যা চার হাজার ৫৪৭ জন।

যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৫০ জন, মারা গেছে ৫৯৬ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ২০ হাজার ৬৭ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৬০ জন।

প্রতিবেশী দেশ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬১৫ জন, এর মধ্যে মারা গেছে ৫৫৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৩৫ জন। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা আট হাজার ৩৪৮ জন, মৃত্যু হয়েছে ১৬৮জনের।

বাংলাদেশে সরকারি হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ৩১২ জন লোকের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৪৫৬ জনে। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জন।