২৪ ঘণ্টায় স্পেনে মারা গেছেন ৬৩৭ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৯শে এপ্রিল ২০২০ ১০:৩৭ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় স্পেনে মারা গেছেন ৬৩৭ জন

করোনায় বিপর্যস্ত স্পেনে মৃতের সংখ্যা বেড়েছে চলছে। প্রতিদিনই এই তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। প্রাণঘাতী ভাইরাসটিতে ৪০ শতাংশ মানুষ সুস্থ হলেও নতুন আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।গত সোমবার থেকে স্পেনের বিভিন্ন খাতে লকডাউন শিথিল করার প্রভাবে দেশটিতে কভিড-১৯ এ নতুনভাবে আক্রান্তের জরিপ বাড়া-কমায় দেখা দিচ্ছে ভিন্নতা।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গতকাল শনিবার ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৬৩৭ জন। এনিয়ে স্পেনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৩৯ জনে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৪১৬ জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৬২২জন।করোনা মহামারীতে স্পেনের কৃষিখাতে দুই লক্ষাধিক কর্মী সংকট দেখা দেয়ায় দেশটির সরকার ডকুমেন্ট বিহীন অবৈধ লোকদের কৃষিকাজ করার অস্থায়ী অনুমতি দিয়েছেন।

গত শনিবার এক সংবাদ সম্মেলনে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ আগামী ৯ মে পর্যন্ত রাষ্ট্রীয় সতর্কতা আরও এক দফা বাড়ানোর প্রস্তাব ঘোষণা করেন।তিনি বলেছেন, ২৭ শে এপ্রিল থেকে শিশুরা বাসা থেকে নির্দিষ্ট সময়ের জন্য বের হবার সুযোগ পাবে। তবে এই দুটো বিষয়ই নিশ্চিত করার জন্য রবিবার স্পেনের সবগুলো প্রাদেশিক সরকার প্রধানের সাথে তার ভিডিও কনফারেন্স করার কথা বলেন।

ইনিউজ ৭১/ জি.হা