প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১৫:১০
করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর সংখ্যা দিনদিন বাড়ছে। সেই সাথে বাড়ছে আতঙ্ক। হতাশায় দিন কাটাচ্ছে ইতালির ছয় কোটি মানুষ। শনিবার মৃত্যুর মিছিলে এক বাংলাদেশিসহ যোগ হলো ৬১৯ জন। মিলানে মানিক মিয়া (৪১ বছর) নামে ওই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্থানীয় নিগোয়ারদা হাসপাতালে মারা যান। তার দেশের বাড়ি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায়। তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার এই মৃত্যুতে মিলান শহরে শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে ইতালিতে মোট আট বাংলাদেশি করোনাভাইরাসে প্রাণ হারালেন।
এই মুহূর্তে সব কিছু খুলে দিলে পরিস্থিতি আবারও খারাপের দিকে যাবে। তাই আগের মতই দেশজুড়ে ‘জরুরি নয়’ এমন সব ধরনের ব্যবসা বন্ধ থাকবে। এছাড়া বাড়ির বাইরে সবধরনের খেলাধুলা ও ব্যায়াম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ভেন্ডিং মেশিনের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। সুপার মার্কেট, ফার্মেসি, পোস্ট অফিস ও ব্যাংক খোলা থাকবে এবং গণপরিবহনও সচল থাকবে বলে তিনি উল্লেখ করেন।