নাগরিকদের যে সুবিধা দিল ওমান সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে মার্চ ২০২০ ০৯:১০ অপরাহ্ন
নাগরিকদের যে সুবিধা দিল ওমান সরকার

ওমান সরকার  তাদের নাগরিক এবং প্রাইভেট সেক্টরের উপর করোনাভাইরাস এর প্রভাব কমাতে যেসব প্যাকেজ ঘোষণা করল ;
১. নিত্যপ্রয়োজনীয় অতিরিক্ত খাদ্য মজুদ এর ব্যবস্থা।
২. আগামী ছয় মাসের জন্য খাদ্য মজুদ করার মত গুদামঘর বিনা ফিতে প্রদান করা হবে প্রাইভেট কোম্পানিগুলোকে।
৩. রেষ্টুরেন্টগুলো ভ্রমণ এবং পৌরকর মুক্ত থাকবে আগামী আগস্ট মাস পর্যন্ত ‌
৪. বাণিজ্যিক কোম্পানিগুলো আগামী আগস্ট পর্যন্ত কর মুক্ত থাকবে.
৫. মাঝারি ও ক্ষুদ্র কোম্পানিগুলোর সমস্ত ব্যাংকের কিস্তি বন্ধ থাকবে আগামী ছয় মাস।
৬. ইন্ডাস্ট্রিয়াল সিটির ফ্যাক্টরিগুলো আগামী তিন মাস ভাড়া দেওয়া মাফ।
৭ . সমস্ত কোম্পানির আগামী তিন মাসের মধ্যে লাইসেন্স নবায়ন ফি মাফ।
৮. আগামী তিন মাস পর্যন্ত সমস্ত গাড়ির  লোন কিস্তি প্রদান স্থগিত।
৯. পোর্ট গুলোতে  শিপিং ,লোডিং, আনলোডিং হ্যান্ডেলিং ফি কমানো 
১০. খাদ্য এবং ঔষধের জন্য এয়ার ফ্রাইট চার্জ কমানো 
১১. সমস্ত কমার্শিয়াল কমপ্লেক্স, মল, এবং বিল্ডিং মালিকদের ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া নেওয়ার
 ক্ষেত্রে নমনীয় আচরণ করা বাধ্যতামূলক, ভাড়া নেওয়া স্থগিত, অথবা কমানো, অথবা মাফ করে দিতে হবে।