বেঁচে থাকলে আড্ডা দেয়ার অনেক সময় পাবেন: মাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্র দেশটির সকল নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আপনি সুস্থ ও বেঁচে থাকলে আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেয়ার অনেক সুযোগ পাবেন। একইসঙ্গে সরকারি নির্দেশনা না মানলে জেল-জরিমানা হবে বলেও সতর্ক করে দিয়েছেন দেশটিতে বসবাসকারীদের।
সোমবার (১৬ মার্চ) রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, আমরা স্বাস্থ্যগত যুদ্ধের মধ্যে রয়েছি তবে আমাদের মনোবল হারালে চলবে না, সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে।
তিনি তার ভাষণে এও বলেছেন, ফ্রান্সে কাউকেই না খেয়ে মরতে দেয়া হবে না, একই সাথে ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে তিনি বলেছেন, সংকটকালীন সময়ে যে আর্থিক ক্ষতি হবে সরকারের তরফ থেকে তার ভর্তুকি দেয়া হবে, পাশাপাশি এই সময়ে ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, পানি বিলসহ অন্যান্য করও মওকুফ করা হবে সকল নাগরিকের।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।