করোনা ভাইরাসের প্রভাবে ইতালির লম্বার্ডি অঞ্চল ও ১৪টি প্রদেশে কমপক্ষে এক কোটি ৬০ লাখ নাগরিককে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জোসেপ কোঁতে। তিনি আরও জানান, এই অবস্থা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকবে।
এছাড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জিমনেশিয়াম, পুল, জাদুঘর ও স্কি রিসোর্টগুলো বন্ধ করে দেয়া হয়েছে। নতুন পদক্ষেপগুলো বাণিজ্যিক কেন্দ্র মিলান ও পর্যটন শহর ভেনিসেও আগামী ৩ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান ইতালির প্রধানমন্ত্রী জোসেপ কোঁতে।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। বর্তমানে করোনা ভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫০ জনেরও বেশি। শনিবার আক্রান্তের সংখ্যা ১২শ’ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৩ জনে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।