মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৯শে ফেব্রুয়ারি ২০২০ ০৪:০৫ অপরাহ্ন
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দীন

মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিউদ্দীন ইয়াসিন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার রাজা নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন। দেশটির রাজপ্রাসাদ সূত্রে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মুহিউদ্দীন ইয়াসিন দেশটির ৮ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। রোববার (১ মার্চ) তিনি কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানান, দেশটির রাজা সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন।

এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন জানান রাজ পরিবারের মুখপাত্র। মালয়েশিয়ার সংবিধানের ৪৩(২)(এ) ধারা অনুসারে, দেশটির রাজা বেশির ভাগ সংসদ সদস্যের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব