ইরান-ইরাকে পবিত্র জুমার নামাজ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৬ই মার্চ ২০২০ ০৩:১৭ অপরাহ্ন
ইরান-ইরাকে পবিত্র জুমার নামাজ স্থগিত

করোনা ভাইরাস আতঙ্কে  শুক্রবার (০৬ মার্চ) জুমার নামাজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইরান ও তাজিকিস্তান। ইরাকের পবিত্র নগরী কারবালায়ও বাতিল করা হয়েছে জুমার নামাজ। ভাইরাস ঠেকাতে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশগুলো বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দেয়। খবর আলজাজিরার।

এদিকে ইরানে সব প্রদেশে আজ জুমার নামাজ স্থগিতাদেশ দেয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, করোনা ভাইরাস এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ভাইরাস প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবারের হিসাব অনুযায়ী, ইরানে ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। মারা গেছে ১০৭ জন। অন্যদিকে তাজিকিস্তানে এখন পর্যন্ত ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়নি। তার পরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটিতে আজ জুমার নামাজ স্থগিত রাখা হয়েছে। বাড়িতে নামাজ পড়তে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব