ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। এখন পর্যন্ত বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর সোমবার মৃতের পরিসংখ্যান দিয়ে এই তথ্য জানিয়েছে। খবর জিও টিভির।উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া এলাকায় বৃষ্টির ফলে বাড়ছে মৃতের সংখ্যা।
তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছে ২২ শিশু ও ৫ জন মহিলা। সম্প্রতি ফের বৃষ্টি হওয়াতেই মৃতের সংখ্যা বেড়েছে বলে জানানো হয়েছে। মৃতের পাশাপাশি লাফিয়ে বেড়েছে আহতের সংখ্যা। প্রথমে ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও পড়ে তা বেড়ে হয় ৬৫। আহতদের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ, ১২ জন মহিলা ও ৪০ জন শিশু।ভয়াবহ তুষারধস,তুমুল বৃষ্টি ও প্রচন্ড ঠান্ডার মতো প্রাকৃতিক দুর্যোগে এই জানুয়ারিতেই আফগানিস্তান ও পাকিস্তানে মৃত্যু হয় ১৩০ জনের।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।