ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে ইসরাইল। এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া পাক এই প্রধানমন্ত্রী বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক নষ্টের পেছনে প্রধানত দায়ী ইসরাইল। ইমরান খান বলেন, ইরান ও সৌদির মধ্যে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে ইসরাইল যাতে এ অঞ্চলে তেলআবিবের স্বার্থ রক্ষা করা যায়।
ইরান ও সৌদির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য ইসলামাবাদের চেষ্টার কথা উল্লেখ করে ইমরান খান আরো বলেন, তেহরান-রিয়াদ সম্পর্ক এ অঞ্চলের সব দেশের জন্যই কল্যাণকর। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা সৃষ্টিতে এমন সময় ইসরাইলের হাত থাকার কথা উল্লেখ করলেন যখন এ দু'দেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য তিনি সম্প্রতি তেহরান সফরে এসে ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেন।
একই উদ্দেশ্যে তিনি সৌদি আরব সফরে গিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গেও কথাবার্তা বলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, তেহরান-রিয়াদ উত্তেজনা নিরসনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।