
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৪০

“এই দেশ ছেড়ে, এই দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না—এই দেশই আমার একমাত্র ঠিকানা।” হাজারো মানুষের সমাবেশে দেওয়া এই ঘোষণাই ছিল আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের মূল দর্শন। সামান্য সমঝোতা করলেই তিনি আরাম-আয়েশে জীবন কাটাতে পারতেন। কিন্তু আপস নয়, সংগ্রামকেই তিনি বেছে নিয়েছিলেন।
