
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য নাম। এক সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার যাত্রা ছিল নিরবচ্ছিন্ন সংগ্রাম, আত্মত্যাগ ও আপসহীনতার ইতিহাস। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুধু ক্ষমতার রাজনীতি করেননি, বরং গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেই দীর্ঘ রাজনৈতিক পথ অতিক্রম করেছেন।
