
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৬

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দ। শুক্রবার উত্তরপ্রদেশের সহারনপুরের আশ্রম থেকে আইনের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করে বিশেষ তদন্তকারী দল (সিট)-এর কর্মকর্তারা।

প্রথম থেকেই এই মামলায় শাহজাহানপুর পুলিশের অসহযোগিতার অভিযোগ করে আসছেন ওই তরুণী। এ নিয়ে উত্তরপ্রদেশের পরিবর্তে দিল্লি পুলিশে চিন্ময়ানন্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো ছাড়াও তার পরিবারকে খুনের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ ছিল ওই তরুণীর। এ ঘটনায় তুমুল শোরগোল পড়ে যায় গোটা দেশে। এ নিয়ে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে যোগী-ঘনিষ্ঠ চিন্ময়ানন্দকে আড়াল করার অভিযোগও করেন বিরোধীরা।