ভারতের অর্থনীতিতে বড় বিপর্যয়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ২রা সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৯ অপরাহ্ন
ভারতের অর্থনীতিতে বড় বিপর্যয়ের শঙ্কা

ভারতে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে উল্লেখ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশটিতে জিডিপি বৃদ্ধিহার ব্যাপক আকারে কমে এসেছে। জিডিপি বৃদ্ধির হার কমে ৫ শতাংশে নেমে আসায় এ অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। 

এ পরিস্থিতির জন্য ভারতে বর্তমান ক্ষমতায় থাকা মোদি সরকারকে দায়ী করেছেন মনমোহন সিং। রোববার (১ সেপ্টেম্বর) টুইটারে মনমোহন সিংয়ের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে তার দল কংগ্রেস।

ওই ভিডিওতে মনমোহন সিং বলেন, ‘প্রথম ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির হার ৫ শতাংশে গিয়ে ঠেকেছে। এটা দীর্ঘস্থায়ী মন্দারই ইঙ্গিত। অথচ দ্রুতগতিতে উন্নতির সবরকম সম্ভাবনাই রয়েছে ভারতের। সব ক্ষেত্রে মোদি সরকারের চূড়ান্ত অব্যবস্থাই আজ মন্দা ডেকে এনেছে।’ মনমোহন বলেন, এ ভাবে চললে খুব শিগগিরই বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলেও সতর্ক করেন মনমোহন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব