অস্ট্রিয়ায় তুষার ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশটির টাইরোল প্রদেশে এ ঘটনা ঘটে।আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, নিহতরা সবাই সুইস সীমান্তের কাছে একটি এলাকায় তুষারের নিচে চাপা পড়েন।
এদিকে চলতি সপ্তাহে প্রচুর তুষারপাতের জন্য সতর্কতা জারি করেছে অস্ট্রিয়ার আবহাওয়া অধিদপ্তর। গত ৪৮ ঘণ্টায় টাইরোল প্রদেশে ৫০টির বেশি তুষার ধসের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রিয়ায় তুষার ধসে বছরে গড়ে প্রায় ২০ জন মানুষের মৃত্যু হয়েছে। তবে গত ২ বছরে করোনার কারণে পর্যটক কম থাকায় এই মৃত্যু কমেছে। সূত্র: দ্য গার্ডিয়ান, এনডিটিভি
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।