প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:১১
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। মিশরের মধ্যস্থতায় নতুন একটি প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার মিশরের তরফ থেকে দেওয়া এই প্রস্তাবে অস্ত্র সমর্পণের শর্ত অন্তর্ভুক্ত ছিল, যা হামাসের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে।