প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ১০:১৬
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর নতুন করে একের পর এক হামলা চালিয়ে গোটা অঞ্চলটিকে মৃত্যুপুরীতে পরিণত করেছে দখলদাররা। প্রতিদিনই বাড়ছে হামলার তীব্রতা, বাড়ছে হতাহতের সংখ্যাও। আল জাজিরা জানিয়েছে, সর্বশেষ হামলায় আরও অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এতে গাজায় ইসরায়েলি হামলায় মোট প্রাণহানি ৫০ হাজার ৭০০ জন ছাড়িয়ে গেছে। তবে স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, প্রকৃত মৃতের সংখ্যা ইতোমধ্যে ৬২ হাজারের বেশি।