ভূঞাপুরে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: শুক্রবার ৭ই ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৪ অপরাহ্ন
ভূঞাপুরে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবোঝাই নসিমনের ধাক্কায় হুজাইফা আলিফ মণ্ডল (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে যমুনা সেতু-ভূঞাপুর মহাসড়কের গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত হুজাইফা আলিফ উপজেলার ভাদুরীচর পশ্চিম পাড়া গ্রামের একলাছের ছেলে এবং শালদাইর হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।  


প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দাসী থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল হুজাইফা। পথিমধ্যে ভূঞাপুর থেকে আসা বাঁশবোঝাই নসিমনের সঙ্গে তার বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  


এ দুর্ঘটনার পর পুলিশ নসিমনটি আটক করলেও চালক পালিয়ে যায়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, মহাসড়কে নসিমনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।  


ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরতে অভিযান চলছে। শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  


এদিকে নিহত শিশুর পরিবার চালকের শাস্তির দাবি জানিয়েছে। তারা অভিযোগ করেন, সড়কে অবৈধভাবে নসিমন ও করিমন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রশাসনের উচিত এসব যানবাহন নিয়ন্ত্রণ করা।  


স্থানীয়রা জানিয়েছেন, মহাসড়কটিতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা প্রয়োজন। বেপরোয়া নসিমনের চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।  


এ ঘটনায় ভূঞাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বলছে, পালিয়ে যাওয়া চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে। আহত শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত বিচার দাবি করেছে।  


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বিশেষ করে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল রোধে অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।