রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে পূর্বপাড়া (যৌনপল্লি) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফকৃতারকৃত মাদকবিক্রেতা উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের
মজিদ শেখের পাড়া এলাকার আক্কাস আলী মৃধার ছেলে মোঃ মিজানুর রহমান (২৫)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়েরের পর শুক্রবারে আদালতে সোপর্দ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।