মহান বিজয় দিবসে ঝিনাইদহ জেলা বিএনপি ব্যাপক শোভাযাত্রা ও র্যালির আয়োজন করেছে। সোমবার বেলা ১২ টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে এক বিশাল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা স্ট্যান্ডে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপস্থিত নেতাকর্মীরা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ জেলা বিএনপির অন্যান্য নেতারা। এছাড়া খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন।
এছাড়া ঝিনাইদহ প্রেসক্লাবও বিজয় দিবসের সম্মানে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান, এম সাইফুল মাবুদ, আসিফ ইকবাল মাখন, এম রবিউল ইসলাম রবি, আব্দুল হাই, সোহেল আহমেদ ও শিপলু জামানসহ বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এদিকে, কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে কালীগঞ্জ শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মেইন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম তোতাসহ দলের অন্যান্য নেতাকর্মী অংশ নেন।
বিজয় দিবসে ঝিনাইদহ জেলা বিএনপির শোভাযাত্রা ও অনুষ্ঠানে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। সকলের মুখে ছিল বিজয়ের চেতনা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রতি শ্রদ্ধা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।