নওগাঁয়ে শুমারি মৌখিক পরীক্ষার ফলাফলে অনিয়ম, ইউএনওর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪ ০৭:৫৩ অপরাহ্ন
নওগাঁয়ে শুমারি মৌখিক পরীক্ষার ফলাফলে অনিয়ম, ইউএনওর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় "অর্থনৈতিক শুমারি ২০২৪" এর মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ নভেম্বর) প্রকাশিত ফলাফলে স্থানীয় সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের মূল্যায়ন না করেই, নিজে ইচ্ছেমতো নাম প্রকাশ করার অভিযোগ করছে স্থানীয়রা।


বিষয়টি নিয়ে স্থানীয়রা অভিযোগ করেন যে, মৌখিক পরীক্ষার ফলাফলে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি, নিয়োগ বিজ্ঞপ্তির বয়স সীমা অতিক্রম করা ব্যক্তিদেরও পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে। 


এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, খাজুর ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম (রোল নং ৫০), সুজন রাহমান (রোল নং ৩৩) যিনি ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক, মোস্তাকিন রহমান (রোল নং ৫৬) এবং লিটন হোসেন (রোল নং ১৩) যাদের মধ্যে অনেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। 


এছাড়া, সফাপুর ইউনিয়নের শরিফুল ইসলাম (রোল নং ৪০), যিনি ছাত্রলীগের নেতা এবং বেসরকারি সংস্থা "আশা"-তে কর্মরত, সানজিদা আকতার (রোল নং ৩৬), যিনি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার আলী শেখের মেয়ে, এবং শাহীন আলম (রোল নং ১২), যিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,ওদের নামও প্রকাশিত হয়েছে। 


এভাবে, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের আত্মীয়স্বজন এবং ছাত্রলীগের কর্মীদের নাম অন্তর্ভুক্ত হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকের অভিযোগ, এই ধরনের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা এবং ন্যায়বিচারের পরিপন্থী।  


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, "মৌখিক পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে এবং সকল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে। তবে, নাম জিজ্ঞেস করেই মেধা যাচাই করা হয়েছে, এমন প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বিষয়টি জানিয়ে দেন যে, এটি তাঁর দায়িত্বের বিষয় এবং এর সত্যতা যাচাই করা প্রয়োজন।"


স্থানীয়রা জানিয়েছেন, যদি এই ধরনের স্বেচ্ছাচারিতার ঘটনা বন্ধ না হয়, তবে তারা আরও বৃহত্তর আন্দোলন করার পরিকল্পনা করছেন।