
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৩

সুইজারল্যান্ডেশনের সাধারন সম্পাদক ও সুইজারল্যান্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ আলম আন্তর্জাতিক শান্তি দিবস অধিবেশনে অংশ গ্রহন করেন। অনুষ্ঠান উদ্ভোধন করেন তাতিয়ানা ভালোভায়া ডিরেক্টর জেনারেল জাতি সংঘ জেনেভা অফিস।
সেক্রেটারী জেনারেল আন্তনিও গোতরো মহা সচিব জাতিসংঘ টেলে কনফারেন্জে বক্তব্য রাখেন। আলোচনায় অংশ গ্রহন করেন ছেঝার দিয়াজ, গোয়তেমালা ফিল্ম মেকার,ডিনা অলামী সুইডেন,মোহাম্মদ ইব্রাহিম, ইব্রাহিম ফাউন্ডেশন,মিষ্টার স্কোট ওউবের (Scott Weber) প্রেসিডেন্ট ইন্টারপিজ (President Interpeace) কর্নেল লুরানগেলি ফ্রানকো,ন্যাশনাল পুলিশ,জয়নব নানকায়া, সালমা ইব্রাহিম, শিল্পী আব্বেস বোকোবজা পেরিস।দোপোসাসোক।
