প্রকাশ: ৩ নভেম্বর ২০২৪, ১৭:২
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা ৩১ বছর বয়সী মোহাম্মদ নিজাম উদ্দিন লেবাননের বৈরুত শহরে ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) রাতে হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শপে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে, যা তাকে ঘটনাস্থলেই প্রাণ হারাতে বাধ্য করে।
বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর এই দুঃখজনক ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মোহাম্মদ নিজাম উদ্দিন নামে আমাদের একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন।" রাষ্ট্রদূত তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, "এটি একটি গভীর শোকের বিষয়।"
নিহতের বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগমের প্রতি রাষ্ট্রদূত গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, "একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে মোহাম্মদ নিজাম উদ্দিন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।"
লেবাননে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, "আমরা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের সহিংস ঘটনা আমাদের প্রত্যেককে ভাবিয়ে তুলছে।"
মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যু একটি সমগ্র পরিবারের জন্য অত্যন্ত দুঃখের বিষয়, যারা তার খোঁজে বিদেশে পাঠিয়েছিলেন যাতে তিনি আরও ভালো জীবনযাপন করতে পারেন এবং পরিবারের জন্য রেমিট্যান্স পাঠাতে পারেন। তার মৃত্যুতে কসবা উপজেলার স্থানীয় জনসাধারণ, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।