ঢাকার আশপাশে নতুন ১০টি সরকারি হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ১৪ই অক্টোবর ২০২৪ ০৪:২৩ অপরাহ্ন
ঢাকার আশপাশে নতুন ১০টি সরকারি হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠা হচ্ছে

রাজধানী ঢাকার আশপাশে ১০টি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সরকারি হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান মূলত সেই সব এলাকায় স্থাপন করা হচ্ছে যেখানে সরকারি স্কুল-কলেজের অভাব রয়েছে। সরকারের তরফে ইতোমধ্যে স্থান নির্ধারণ ও জমি অধিগ্রহণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এই শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ হাজার শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাবে।


প্রকল্পের লক্ষ্য হল ঢাকার নিকটবর্তী এলাকাগুলোর শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে সরকারিভাবে পরিচালিত এই স্কুল-কলেজগুলো স্থানীয় শিক্ষার্থীদের জন্য বড় একটি ভুমিকা রাখবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে ৭৫০ কোটি ৪০ লাখ টাকায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এবং ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এর মেয়াদ নির্ধারিত হয়েছে।


নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য নির্বাচিত এলাকা অন্তর্ভুক্ত করেছে কেরানীগঞ্জ, ধামরাই, সাভার, নারায়ণগঞ্জ ও আশুলিয়া। প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য দুই একর জমি অধিগ্রহণের কাজ চলছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব স্কুল-কলেজে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে, যেখানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষার উপকরণ ও সুযোগ-সুবিধা থাকবে।


প্রতিটি স্কুল ও কলেজ ১০ তলাবিশিষ্ট ভবন নিয়ে গঠিত হবে, যা নন্দিত ডিজাইন ও দৃষ্টিনন্দন হবে। ভবনগুলোতে থাকবে লিফট, জিমনেশিয়াম, শহীদ মিনার ও গার্ডিয়ান শেড। শিক্ষার সাথে সাথে শ্রম বাজারের চাহিদা মেটাতে ট্রেড কোর্স অন্তর্ভুক্ত করা হবে, যাতে শিক্ষার্থীরা দ্রুত কর্মসংস্থানের সুযোগ পায়।


প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মীর জাহীদা নাজনীন জানান, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি গুণগত শিক্ষার সুযোগ তৈরি হবে। জমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে এখন প্রকল্পটি দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে এবং শিক্ষার্থীরা সুফল পাবে। 


এমন উদ্যোগ শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করবে, যা সরকারের শিক্ষানীতি বাস্তবায়নে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।