ভারত ও পাকিস্তানের কাশ্মীর সীমান্তে গুলিবিনিময়ের দুই দেশের আট সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইইএসপিআর) পরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় এ তথ্য জানান। খবর দ্য ডন।
তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের এ দাবিকে 'কাল্পনিক' বলে দাবি করে। আসিফ গাফুর জানান, সীমান্তের নিয়ন্ত্ররেখায় ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের তিন সেনা নিহত হন। তারা হলেন, নায়েক তানভির, ল্যান্স নায়েক তৈমুর এবং সিপাহি রমজান। টুইটে গাফুর গুলিবিনিময় অব্যাহত আছে বলে জানান।
তার দাবি পাল্টা গুলিতে নিহত হন ভারতের পাঁচ সেনা। ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের রাজ্যসভা। এর আগে সেখানে ইতিহাসের সবচেয়ে কঠোর সামরিক পরিস্থিতি জারি করা হয়। বন্ধ রাখা হয় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট। গত নয় দিন ধরে কাশ্মীরের সঙ্গে পুরো পৃথিবীর যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।