রাজনৈতিক বার্তা নিয়ে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে হাজির হওয়ায় ৪ শিখ ধর্মাবলম্বীকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। ভারতে আলাদা শিখরাষ্ট্রের দাবি জানিয়ে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টিশার্ট পরে এসেছিলেন তারা। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতে আলাদা শিখরাষ্ট্রের দাবিতে কিছু শিখ স্বাধীনতাকামী কর্মী টিশার্ট পরে স্টেডিয়ামে আসে এবং ব্যানার প্রদর্শন করে।
মঙ্গলবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন মাত্র ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। এক পুলিশ সদস্য এএফপিকে জানান, মাঠের নিরাপত্তা কর্মী দর্শকসারিতে গিয়ে কয়েকজন শিখকে আটক করে। দর্শকদের প্রবল আপত্তি সত্ত্বেও তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ডে শিখ স্বাধীনতাকামীদের একাধিক তৎপরতা লক্ষ্য করা গেছে। ভারতের উত্তর পাঞ্জাবে খালিস্তান নামে আলাদা শিখরাষ্ট্রের দাবিতে তারা সরব ছিলেন। একইভাবে কাশ্মীরে ভারতের গণহত্যা বন্ধের দাবিতে এবং মুসলিম অঞ্চলটি স্বাধীনতার দাবিতে স্টেডিয়ামের ওপরে বিমান থেকে ব্যানার উড়াতেও দেখা গেছে। ফলে নিরাপত্তার জন্য আজকে স্টেডিয়াম নো ফ্লাই জোন ঘোষণা করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।