সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে নতুন অ্যাপ ফেসঅ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ছেয়ে গেছে বুড়ো-বুড়িতে। এটির মাধ্যমে সবাই বাড়িয়ে নিচ্ছেন নিজের বয়স।যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ফোর্বস জানিয়েছে, ২০১৭ সালে রিলিজ হওয়ার পর এখন পর্যন্ত ১০ কোটি মানুষ গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করেছে। ১২১টি দেশে আইওএস অ্যাপ স্টোরে এখন শীর্ষে ফেসঅ্যাপ।হঠাৎ করেই নিজের বয়স বাড়াতে উঠে পড়েছেন নেটিজেনরা। অল্প সময়ের মধ্যে পৃথিবীজুড়ে ভাইরাল হয়ে পড়া এই অ্যাপ নিয়ে উঠেছে নানা বিতর্কও।টাইমস অব ইন্ডিয়া জানায়, ইতিমধ্যে এই অ্যাপ ব্যবহারে আপত্তি তুলেছে মার্কিন ডেমোক্র্যাট পার্টি। তাদের দাবি, কোনো রাশিয়ান সংস্থা এই অ্যাপটি বানিয়েছে। এই জন্য কর্মীদের এই অ্যাপ ব্যবহার করতে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলটি।
২০২০ মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে পারে এই অ্যাপ, এমনটাই অভিযোগ তাদের। আগের নির্বাচনের মতো মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে নতুন কোনো কৌশল এঁটেছে রাশিয়া।এ ছাড়া টেক বিশেষজ্ঞরাও এই অ্যাপ নিয়ে আপত্তি জানিয়েছেন। প্রযুক্তিবিদ জোশুয়া নোজ্জি টুইটারে এই অ্যাপটি সম্পর্কে একটি পোস্ট দিয়েছেন।তিনি বলছেন, ফোনের ফটো গ্যালারিতে অ্যাপটিকে অ্যাকসেস দেওয়ার পর এটি ধীরে ধীরে সব ছবির তালিকা প্রস্তুত শুরু করে।জোশুয়া এরপর দ্রুত এয়ারপ্লেন মোড চালু করে। তিনি মনে করছেন, অ্যাকসেস দেওয়ার সঙ্গে সঙ্গে ফেসঅ্যাপ তাদের সার্ভারে ব্যবহারকারীর সব ছবি আপলোড করে নেয়।বিষয়টি নিয়ে ফেসঅ্যাপ এখনো কোনো মন্তব্য করেনি। তবে তাদের নিরাপত্তা বিষয়ক নীতিমালায় বলা আছে, অ্যাপটি ব্যবহার করে যে ছবি এবং কনটেন্ট পোস্ট করা হয়, সেগুলোই সংগ্রহ করে কর্তৃপক্ষ।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, অনেকে গ্যালারিতে বিভিন্ন ব্যাংকিং হিসাবের স্ক্রিনশট রেখে দেন। থাকে আরও অনেক গুরুত্বপূর্ণ ছবি। অ্যাপ দিয়ে এডিট করার সময় এসব ব্যক্তিগত ছবি এবং স্ক্রিনশট সরিয়ে ফেলা উচিত।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।