
প্রকাশ: ২ জুলাই ২০১৯, ১৬:৪৮

হংকংয়ের পার্লামেন্টে ঢুকে পড়া বিক্ষোভকারীদের প্রতিহত করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। একটি বিতর্কিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কয়েকশ তরুণের একটি দল পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে পড়ে। বিক্ষোভকারীরা ওই ভবনের কাচ ভেঙে অধিবেশন কক্ষে ঢুকে পড়ে এবং স্প্রে-পেইন্ট দিয়ে কক্ষের দেয়ালে নানা রকম বার্তা লিখে দেয়। কেন্দ্রীয় অধিবেশন কক্ষের ভেতরের দেয়ালে হংকং-এর প্রতীকের ওপর একজন বিক্ষোভকারী কালো রং ছিটিয়ে দেয়। আরেকজন পুরোনো ব্রিটিশ ঔপনিবেশিক যুগের ইউনিয়ন জ্যাক-আঁকা পতাকা তুলে ধরে।



ইনিউজ ৭১/এম.আর