পাকিস্তানের রাওয়ালপিন্ডির আবাসিক এলাকায় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ সেনা সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত সেনা সদস্যরা হলেন- লে. কর্নেল সাকিব (পাইলট), লে. কর্নেল ওয়াসিম (পাইলট), নায়েব সুবেদার আফজাল, হাবিলদার আমিন ও হাবিলদার রহমত। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। উল্লেখ্য, ২০১০ সালের পর এটি পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওইবার একটি এয়ারবাস বিধ্বস্ত হলে ১৫২ আরোহীর সবাই নিহত হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।