ভূমিকম্পের পর ১৬০ বার কাঁপল ক্যালিফোর্নিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৫ই জুলাই ২০১৯ ১২:০৫ অপরাহ্ন
ভূমিকম্পের পর ১৬০ বার কাঁপল ক্যালিফোর্নিয়া

ভয়াবহ এক ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। রিখটার স্কেলে ৬.৪ মাত্রার এ ভূমিকম্পটি ওই এলাকার গত প্রায় ২০ বছরের সবচেয়ে বড় ভূকম্পন।সিএনএন জানায়, বৃহস্পতিবার এ ভূমিকম্প পরবর্তী ধাক্কায় আরও প্রায় ১৬০ বার কেঁপে উঠে মার্কিন অঙ্গরাজ্যটির দক্ষিণ অঞ্চল। পরিস্থিতি মোকাবিলায় সেখানে ঘোষণা হয় জরুরি অবস্থা।ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) সূত্রে জানা গেছে, মোজাবে মরুভূমির পশ্চিমে এবং লস অ্যাঞ্জেলেসের ১৫০ মাইল উত্তরে রিডজক্রেস্ট শহরের কাছে ৬.৪ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।ভয়াবহ এ ভূমিকম্পের পর আরও ১৫৯ বার কম্পন অনুভূত হয় এলাকাটিতে যার প্রত্যেকটিই ছিল ২.৫ থেকে ৪.৬ মাত্রার।

তবে ভূমিকম্পে এখন পর্যন্ত বড় কোনো ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি। রিডজক্রেস্ট হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৫ জন আহত হলেও তারা শঙ্কামুক্ত।মেয়র পেগি ব্রিডেন জানান, জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখন পর্যন্ত পাঁচটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাস লাইনে ফাটল ধরেছে।এ ছাড়া একাধিক জায়গায় ভবনে ফাটল এবং কাঁচ ভেঙে গেছে। শহরটির ২৮ হাজার বাসিন্দা পড়েছে বিদ্যুৎ বিভ্রাটে।১৯৯৯ সালের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এটি ছিল সবচেয়ে বড় ভূমিকম্প। সেই বছর মোজাবে মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে ৭.১ রিখটার স্কেলের ভূমিকম্প হয়েছিল। তারও আগে ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলেসের কাছে ৬.৭ রিখটার স্কেলের এক ভূমিকম্পে মারা যায় ৫৭ জন।