পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৫ই জুলাই ২০২৪ ০৯:৪৯ অপরাহ্ন
পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


সোমবার (১৫ জুলাই) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দলটির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।


তথ্যমন্ত্রী আরও বলেন, পিটিআইয়ের অস্তিত্ব থাকলে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয়। পাকিস্তান ও পিটিআই সহাবস্থান করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তারার জানান, পাশাপাশি পিটিআইকে পার্লামেন্টের সংরক্ষিত আসন দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করবে সরকার।


উল্লেখ্য, পাকিস্তানের পার্লামেন্টে বর্তমানে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন ইমরান খানের দল পিটিআইয়ের।