নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলা, ২ সেনাসহ নিহত ১৪

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২২

শেয়ার করুনঃ
নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলা, ২ সেনাসহ নিহত ১৪

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সন্ত্রাসীদের হামলায় দুই সেনাসদস্যসহ ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ৬০ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা।সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।এর আগে, রোববার (২৪ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলে পৃথক হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, রোববার নাইজেরিয়ায় বন্দুকধারীরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে আট জনকে হত্যা করে। এরপর কমপক্ষে ৬০ জনকে অপহরণ করে বলে বাসিন্দারা এবং স্থানীয় এক নেতা জানিয়েছেন। সশস্ত্র সন্ত্রাসীরা প্রদেশটির একটি বিশ্ববিদ্যালয় থেকে কয়েক ডজন ব্যক্তিকে অপহরণ করার দুই দিন পরে এই ঘটনা ঘটল।

অন্যদিকে দেশের উত্তর-পূর্বে সন্দেহভাজন ইসলামপন্থী বিদ্রোহীরা সামরিক নিরাপত্তার অধীনে থাকার গাড়ির কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছে। এতে দুই সৈন্য এবং চারজন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে পুলিশের একটি সূত্র এবং হামলার প্রত্যক্ষদর্শী একজন গাড়িচালক জানিয়েছেন। গাড়িচালক বলেন, হামলাকারীরা পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একটি ট্রাক নিয়ে চলে যায়।

বাসিন্দারা জানান, রোববার ভোরে বন্দুকধারীরা জামফারার গ্রামীণ মাগামি সম্প্রদায়ের একটি সেনা ঘাঁটিতে আক্রমণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত সশস্ত্র গ্যাং সদস্যদের তাণ্ডবে কার্যত বিপর্যস্ত জামফারা প্রদেশটি। সন্ত্রাসীরা সেখানে মুক্তিপণের জন্য সাধারণ মানুষকে অপহরণ করে থাকে।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু বলেন, এখনও স্পষ্ট করে বলতে পারছি না কিভাবে দেশের এই ব্যাপক নিরাপত্তাহীনতাকে মোকাবিলা করব।ব্যয়বহুল জ্বালানি ভর্তুকি অপসারণসহ বোলা টিনুবুর অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে। এটি কার্যত দেশটির নাগরিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, তিনটি দলে থাকা বন্দুকধারীরা সেনা ঘাঁটি এবং মাগামি ও কাবাসার সম্প্রদায়ের ওপর হামলা চালায়। এরপর ৬০ জনকে অপহরণ করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।তবে, নাইজেরিয়ার পুলিশ ও সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এই ডাকাতরা গত তিন বছর ধরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলজুড়ে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এ সময় তারা হাজার হাজার মানুষকে অপহরণ করেছে এবং আরও শত শত মানুষকে হত্যা করেছে। ডাকাতদের এই রক্তক্ষয়ী হামলার কারণে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাস্তায় চলাচল বা খামারে ভ্রমণ করা অনিরাপদ হয়ে উঠেছে।তবে, অভিযোগ রয়েছে- এসব অপরাধ বন্ধে নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ঋণের চাপে পাকিস্তান বিক্রি করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব পিআইএ, নিলাম ২৩ ডিসেম্বর

ঋণের চাপে পাকিস্তান বিক্রি করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব পিআইএ, নিলাম ২৩ ডিসেম্বর

ঋণের চাপে পাকিস্তান তার রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রির জন্য নিলামে তুলছে। নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পুরো প্রক্রিয়াটি দেশের গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। লোকসান কমানো ও অর্থসংস্থান নিশ্চিত করার জন্য পিআইএ-এর ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৭ বিলিয়ন ডলার ঋণ

মার্কিন নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে ১৯ দেশের উপর নিষেধাজ্ঞা

মার্কিন নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে ১৯ দেশের উপর নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র বিশ্বের ১৯টি দেশের সকল অভিবাসন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান। এর ফলে এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড, স্থায়ী বসবাস কিংবা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। ট্রাম্প জানান, জাতীয় নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত

ইসলামাবাদে পিটিআই বিক্ষোভ ঠেকাতে ১৪৪ ধারা জারি

ইসলামাবাদে পিটিআই বিক্ষোভ ঠেকাতে ১৪৪ ধারা জারি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ঘোষিত বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে মঙ্গলবার (২ ডিসেম্বর) স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সকাল থেকেই শহরে সব ধরনের সভা, সমাবেশ, র‌্যালি ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, কারা প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের বিভিন্ন চেষ্টা লক্ষ্য করা গেছে,

চার দেশে এক সপ্তাহে দুর্যোগে প্রাণ গেল নয়শো

চার দেশে এক সপ্তাহে দুর্যোগে প্রাণ গেল নয়শো

দক্ষিণ এশিয়ার চার দেশে সপ্তাহজুড়ে চলমান প্রবল বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মালাক্কা প্রণালিতে সৃষ্টি হওয়া বিরল ঘূর্ণিঝড়ের প্রভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়সহ টানা বৃষ্টির দমকা হাওয়ায় লাখো মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। রোববার (৩০ নভেম্বর) প্রকাশিত দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বৃষ্টিপাত ও বন্যার কারণে বহু ঘরবাড়ি, সড়ক,

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান শিরোনাম: ‘অত্যন্ত সংকটাপন্ন’ খালেদা জিয়া হাসপাতালে

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান শিরোনাম: ‘অত্যন্ত সংকটাপন্ন’ খালেদা জিয়া হাসপাতালে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাওয়ায় দেশ-বিদেশে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কাতারভিত্তিক আল জাজিরা, গালফ নিউজ, পাকিস্তানের ডন নিউজ, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, এএফপি এবং বিবিসিসহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো তার অসুস্থতার খবরটি প্রধান শিরোনামে প্রকাশ করেছে। আন্তর্জাতিক প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দীর্ঘ