রাশিয়ার কার্চ সেতুতে বিস্ফোরণ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৭ই জুলাই ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ন
রাশিয়ার কার্চ সেতুতে বিস্ফোরণ, নিহত ২

রাশিয়ার কার্চ সেতুতে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে এক শিশু। ক্রিমিয়ায় নিযুক্ত রুশ গভর্নর এটাকে ‘আকস্মিক ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তবে ইউক্রেনীয় গণমাধ্যমে বলা হয়েছে, দুইটি হামলা হয়েছে সেতুতে। 


ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা কার্চ সেতুটি ১৯ কিলোমিটার দীর্ঘ, উচ্চতা স্ট্যাচু অব লিবার্টির চেয়েও বেশি। সেতুটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোর শীর্ষে রয়েছে, রাজমুকুটের কোহিনূরের মতো। রুশ গণমাধ্যমের ভাষায়, সেতুটি ‘শতাব্দীর সেরা নির্মাণকাজ’।


২০১৮ সালের ১৫ মে কার্চ সেতুর উদ্বোধন করেন পুতিন। গত বছরের অক্টোবরে সেতুতে হামলা হয়। ঘটনার কয়েক মাস পর ইউক্রেন দায় স্বীকার করে।সর্বশেষ ঘটনা নিয়ে রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, গাড়িতে থাকা এক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছে তাদের সঙ্গে এক শিশু। সূত্র: সিএনএন