প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১১:৮

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকার একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ৫০ জনকে গুরুতর দগ্ধ ও ধোঁয়াজনিত শ্বাসরোধজনিত অবস্থায় গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
