ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তিনজনের মৃত্যু এবং ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন।রোববার (২৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, শনিবার তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশটির খোয় শহরের কাছে। ভূমিকম্পে কিছু এলাকায় তুষারপাত এবং কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
উল্লেখ্য, ১৯৯০ সালে ইরানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন। গৃহহীন হয়ে পড়েছিলেন পাঁচ লাখ মানুষ।এরপর ২০১৭ সালে দেশটিতে ৭ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানে। ওই ভূমিকম্পে ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।