
প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ১৯:৫৩

চীনের মধ্যাঞ্চলে একটি পর্যটন বাসে আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও ৩০ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গতকাল শুক্রবার হুনান প্রদেশে এই দুর্ঘট ঘটে। এতে বাসটি বিস্ফোরিত হয়। এতে ৫৩ যাত্রীসহ মোট ৫৬ আরোহী ছিল। যাত্রী ছাড়াও বাসটিতে দু’জন চালক ও একজন ট্যুর গাইড ছিল। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

ইনিউজ ৭১/এম.আর